প্রত্যেক দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ৭ জানুয়ারির সঙ্গেও জড়িয়ে অনেক ইতিহাস।
১৯৮০ সালে এই দিনই দ্বিতীয় বার ক্ষমতায় ফিরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ৪৩ শতাংশ ভোট পেয়ে ৩৫৩টি আসন জেতে কংগ্রেস। জনতা পার্টি ও জনতা পার্টি সেক্যুলার পেয়েছিল ৩১ ও ৪১টি আসন।
৭ জানুয়ারির সঙ্গে জড়িয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ইতিহাস। ১৯৯৯ সালে আমেরিকার সেনেট মামলা শুরু করেছিল। ১৮৬৮ সালের পর প্রথম কোনও আমেরিকান প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা রুজু করে সেনেট।
এই দিনই প্রয়াত হন বাংলার প্রবাদপ্রতিম পরিচালক বিমল রায়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পরিণীতার উপর প্রথম চলচ্চিত্র করেন তিনি। এছাড়া 'দেবদাস'-এর মতো ছবিও সেলুলয়েডের পর্দায় তুলে ধরেছিলেন। তাঁর কাজ এখনও প্রেরণা দেয় নতুন প্রজন্মকে।