গুজরাতের সুরাতে একই পরিবারের ৭ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তাঁদের মধ্যে তিন জন শিশু। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে আর্থিক অনটনের বিষয়টি উল্লেখ রয়েছে।
জানা গিয়েছে, ওই পরিবারের একটি আসবাবের দোকান ছিল। মোট ৩৫ জন কর্মচারী কাজ করতেন সেখানে। শনিবার সকালে তাঁরা দোকানে পৌঁছে দেখেন মালিক তখনও পৌঁছয়নি। ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি। এরপর তাঁদের মধ্যে কয়েকজন বাড়ি গিয়ে দেখতে পান ঘরে পড়ে রয়েছে পরিবারের সদস্যদের দেহ।
ঘটনার বিষয়ে সুরাতের ডিসিপি রাকেশ বারোট জানিয়েছেন, সুইসাইড নোট লিখে পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন। ঠিক কী কারণে আত্মহত্যা তা তদন্তের পর বলা সম্ভব। তবে তাঁর বক্তব্য, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আর্থিক অনটনের জন্যই মৃত্যু।