প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ৮ জানুয়ারির সঙ্গে ইতিহাস জড়িয়ে। দেশ-বিদেশের একাধিক ঘটনার সঙ্গে জড়িয়ে এই দিন। ১৯৮৩ সালে এই দিনই জন্মগ্রহণ করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ২০১১ সালে কিম জঙ ইলের মৃত্যুর পর তাঁর ছেলে হিসেবে উত্তর কোরিয়ার দায়িত্ব নেন উন। বিশ্ব রাজনীতিতে তাঁর প্রভাবও অনেকটাই।
এদিনের সঙ্গে জড়িয়ে প্রবাদপ্রতিম বিজ্ঞানী স্টিফেন হকিন্সের নাম। ১৯৪২ সালে এই দিনই জন্মগ্রহণ করেন তিনি। সংকটজনক রোগে দীর্ঘদিন অক্ষম হওয়া সত্ত্বেও বিশ্বব্রহ্মাণ্ডের জটিল রহস্য উদঘাটন করে চলেছেন। ব্ল্যাক হোল সম্পর্কে একাধিক নতুন নতুন তথ্য উঠে এসেছে তাঁর তত্ত্বে।
৮ জানুয়ারির সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ইতিহাসও জড়িয়ে। ১৯৭৩ সালে এই দিন প্রথম চন্দ্র অভিযান করে সোভিয়েত ইউনিয়ন। লুনা ২১ চন্দ্রযান ইতিহাস তৈরি করেছিল। চন্দ্রপৃষ্ঠের ছবি তুলেছিল ওই চন্দ্রযান।