ইতিহাসের পাতায় প্রত্যেকটি দিনের গুরুত্ব আছে। ৯ মার্চের সঙ্গেও অনেক ইতিহাস জড়িয়ে। ১৯৩৪ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন ইউরি গ্যাগরিন। মহাকাশে যাওয়া বিশ্বের প্রথম মানুষ তিনি। ১২ এপ্রিল, ১৯৬১। সোভিয়েত ইউনিয়নের হয়ে ভোস্তক-১ এয়ারক্র্যাফটে মহাকাশে পাড়ি দেন তিনি। ১০৮ মিনিট মহাকাশে ছিলেন তিনি।
এই দিনই জন্মগ্রহণ করেন কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন। ৯ মার্চ, ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন তিনি। অনেক কম বয়স থেকেই নিজের প্রতিভা দেখান তিনি। একবার আমেরিকায় অল স্টার গ্লোবাল কনসার্টে অংশ নেন জাকির হুসেন। তাঁর প্রতিভা দেখে হোয়াইট হাউজে আমন্ত্রণ করেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গীত প্রতিভার জন্য উস্তাদ উপাধিও পান জাকির হুসেন।
এই দিনের সঙ্গে জড়িয়ে আমেরিকার আরও এক ইতিহাস। ১৯৫৯ সালে আমেরিকায়র নিউ ইয়র্কে প্রথম টয় ফেয়ার আয়োজিত হয়। প্রথমবার প্রকাশ্যে আসে বার্বি ডল। যা গোটা দুনিয়ার শিশুদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।