স্কুলের অনুষ্ঠানের নাটকে ভগৎ সিং সাজার কথা ছিল কর্নাটকের কোলারের এসএলভি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সঞ্জয় গৌড়ার। বয়স তার ১২ বছর। এহেন গুরুত্বপূর্ণ চরিত্র পেয়ে অনুষ্ঠানের আগে বাড়িতেই নাটকের মহড়া দিচ্ছিল সঞ্জয়। দেশনেতা বীর বিপ্লবী ভগৎ সিং-এর ফাঁসি হয়েছিল লাহোরের সেন্ট্রাল জেলে। সেই অংশটুকু রিহার্সাল করতে গিয়েই হঠাৎ গলায় ফাঁস লেগে যায় ওই কিশোরের। বাড়িতে ছিল না কেউ। ছোট্ট সঞ্জয় দীর্ঘ সময় ছটফট করার পর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বাড়ি ফিরে এসে সঞ্জয়ের মৃত দেহ উদ্ধার করে পরিবারের লোকজন। পরে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার সূত্রে খবর, সামনের সপ্তাহেই সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সঞ্জয়ের স্কুলে। স্কুলে প্রতিদিনই চলছিল রিহার্সাল, বাড়িতেও বলা হয়েছিল অভ্যাস করতে। সেই নির্দেশ মেনেই নাটকের মহড়া দিচ্ছিল সঞ্জয়। আর তাতেই মৃত্যু হয় কিশোরের। সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠান বাতিল করারও পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।