রীতিমত হাড়হিম করা ভয়ঙ্কর অপরাধের সাক্ষী রইল মধ্যপ্রদেশের জব্বলপুর। ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ (Minor gang-raped in Madhya Pradesh) করার অভিযোগ উঠল তারই দুই তুতো দাদার বিরুদ্ধে। তাতে বাধা দিতে এলে ওই নাবালিকার ঠাকুমাকেও ধর্ষণ (Gang-raped in Madhya Pardesh) করা হয়। মেডিক্যাল টেস্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের রাঁঝি এলাকায়।
অভিযোগ, ওই নাবালিকা তার বাবার সঙ্গে মুম্বইতে থাকত। সেখান থেকেই তার কাকার বাড়িতে এলে দুই তুতো দাদা ১৩ অগস্ট তাকে ধর্ষণ (Minor gang-raped in Madhya Pradesh) করে এবং তার ওপর অকথ্য অত্যাচার চালায়। এই অত্যাচার চলতেই থাকে পরের কয়েকটি দিনেও। গত ১৯ অগস্ট ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই পরের দিন তার মৃত্যু হয়। জব্বলপুরেই শেষকৃত্য সম্পন্ন করা হয় নাবালিকার।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত 'মিডলম্যান' প্রদীপ সিংহের অফিসে সিবিআই হানা
গত মঙ্গলবার মেয়েকে গণধর্ষণ ও মারধরের কথা পুলিশকে জানান নাবালিকার বাবা। তার আগে নাবালিকার ঠাকুমা গোটা ঘটনার কথা জানান তাঁর ছেলেকে। নাবালিকাকে অত্যাচারের বিরোধিতা করায় বৃদ্ধাকেও ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জব্বলপুরে এএসপি প্রদীপ কুমার জানিয়েছেন, মঙ্গলবার ২৩ আগস্ট মৃতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ঠাকুমাও ধর্ষিতা হয়েছেন মেডিক্যাল পরীক্ষার পর নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে বেসরকারি হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাবালিকার দুই তুতো দাদার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরেক অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে।
তদন্তের স্বার্থে নাবালিকার দেহটি কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।