উত্তর প্রদেশের ঘটনায় কেঁপে উঠছেন দেশবাসী। স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দিয়ে, শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে স্ত্রীয়ের বিরুদ্ধে। স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন বলেও স্ত্রীয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে।
যদিও অভিযুক্ত মেহের জাহানের দাবি, স্বামী তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন, খুনের হুমকি দিতেন। আত্মরক্ষা করতেই এই কাজ করেছেন বলে দাবি করেন অভিযুক্ত ২৮ বছরের ওই মহিলা।
‘নির্যাতিত’ স্বামী এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযোগ, দুধে নেশার দ্রব্য মিশিয়ে স্বামীকে বেহুঁশ করে, হাত পা বেঁধে, তাঁর সারা শরীরে ওই মহিলা সিগারেটের ছ্যাঁকা দিয়েছিলেন।