ঘোর রোদ্দুর চারিদিকে। তার মধ্যেই ঠেলাগাড়িতে বাবার শরীরটা শুইয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে ৬ বছরের এক শিশু। ঠেলাগাড়ির অপরপ্রান্তটি ধরে আছে ওই শিশুর মা। অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বারবার ফোন করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাই মা আর ছেলে মিলে এভাবেই প্রায় ৩ কিলোমিটার ঠেলায় শুইয়ে অসুস্থ মানুষটিকে নিয়ে চললেন হাসপাতালে। ঘটনাটি মধ্যপ্রদেশের সিঙ্গরাউলির।
জানা গিয়েছে, ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করলেও, হাসপাতালের তরফে সাফ জানানো হয় কোনও অ্যাম্বুলেন্স নেই। রোগীকে নিজেদেরই হাসপাতালে নিয়ে আসতে হবে। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে ঠেলাগাড়িতে ওই ব্যক্তিকে শুইয়ে হাসপাতালের দিকে রওনা দেন মা ও ছেলে।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠে এসেছে নানা প্রশ্ন। তবে, সেইসব প্রশ্নকে পেরিয়েও যা উঠে আসে, তা আসলে এক নির্মম ভারতবর্ষের ছবিই।