বিরিয়ানির সঙ্গে রায়তার কম্বিনেশন সকলেরই কম বেশি প্রিয়। অধিকাংশ দোকানে বিরিয়ানির সঙ্গে বিনামূল্যেই মেলে রায়তা। সেই রায়তাই আরেকটু চেয়েছিলেন ক্রেতা। আর তার জেরেই গ্রাহককে পিটিয়ে মারার অভিযোগ উঠল হায়দারাবাদের একটি দোকানে। মৃতের বয়স মাত্র ৩২ বছর , নাম লিয়াকত।
Bankura Municipality: পর্যটকদের সুখবর, মন্দির নগরী বিষ্ণুপুরের প্রায় ১০০০ গলির নামকরণ করবে পুরসভা
জানা গিয়েছে , রায়তা চাওয়া নিয়ে হোটেলের সঙ্গে গ্রাহকের কথা কাটাকাটি শুরু হয়। পাঞ্জাগুট্টা এলাকার 'মেরিডিয়ান রেস্তোরাঁ'তে এর জেরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। অভিযোগ এরপরেই ওই গ্রাহককে বেধড়ক মারধর করা হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই গ্রাহক মারা যান। সিসিটিভির ফুটেজ ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।