১৮ হাজার টাকা ধার নিয়ে শোধ করতে না পারায় ১৪ বছরের কিশোরকে খুন করার অভিযোগ উঠল মোট ৭ জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi boy murder) শাহবাদ ডেইরি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম মনজিৎ। গত ২২ জানুয়ারি সংশ্লিষ্ট এলাকা থেকে তার দেহ উদ্ধার করা হয়। ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল মনজিৎ। গত ১৯ জানুয়ারি তার বাবা পুলিশে ডায়েরি করেন। তদন্ত চালাতে গিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হর্ষিত, বিক্রম, বিপিন এবং পঙ্কজ নামের চার যুবককে গ্রেফতার করে পুলিশ। শাহবাদ ডেইরিতে একটি কাপড়ের দোকান চালাতেন হর্ষিত এবং বিক্রম। বিপিন এবং পঙ্কজ তাঁদের বন্ধু।
আরও পড়ুন: গত ১৫ বছরের মধ্যে শীতলতম জানুয়ারি, আফগানিস্তানে শৈত্যপ্রবাহে মৃত ১৬২ জন
পুলিশ জানিয়েছে, ১৪ বছরের মনজিৎ (Delhi boy murder) টাকা না দিয়েই দিনের পর দিন হর্ষিত এবং বিক্রমের দোকান থেকে জামাকাপড় কিনত। এ ছাড়াও মনজিৎ তাঁদের কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা ধার নিয়েছিল। টাকা ফেরত চাইলেই হর্ষিত এবং বিক্রমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের হুমকি দিত। তারপরই রাগের বশে মনজিৎকে খুন করে মূল অভিযুক্তরা। বাকি তিন অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ।