কেদারনাথে (Kedarnath News) ভয়াবহ দুর্ঘটনা । যাত্রী-সহ ভেঙে পড়ল হেলিকপ্টার (Kedarnath helicopter crash) । দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে দুইজন চালক বলে জানা গিয়েছে । খবর পেয়েই ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান (Helicopter crash today) ।
মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুণ্যার্থীদের নিয়ে উড়েছিল হেলিকপ্টারটি । কিন্তু, কেদারনাথে পৌঁছনোর আগেই উত্তরাখণ্ডের গারু চটির কাছে দুর্ঘটনাটি ঘটে । দুর্গম খাদে ভেঙে পড়ে হেলিকপ্টারটি ।
খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে । তবে, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি । কোন রাজ্য থেকে তাঁরা কেদারনাথে এসেছিলেন, সেই তথ্যও পাওয়া যায়নি ।
আরও পড়ুন, Date Fund: স্টক মার্কেটের ঝুঁকি এড়াতে বিনিয়োগ করুন ডেট ফান্ডে, টাকা খাটানোর আগে জানুন বিশদে
ইতিমধ্যে যে ছবি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে । পাহাড়ের ধারে কপ্টারের ভাঙা অংশ পড়ে আছে । ঘটনায় শোকপ্রকাশ করেছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ।