যেমনভাবে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফুটে ওঠে ফুল, ঠিক তেমনভাবেই চরম অমানবিকতার মধ্যেও ঠিকই টিকে থাকে মানবতা। তৈরি করে নতুন নিদর্শন। মেরুদণ্ডের বিরল অসুখে ভুগছে দেড় বছর বয়সী নির্বাণ। যে অসুখের নাম স্পাইনাল মাসক্যুলার অ্যাট্রফি। এই অসুখের চিকিৎসার জন্য ব্যাঙ্ক অ্য়াকাউন্টে আচমকা ১১ কোটি টাকা পেলেন নির্বাণের বাবা-মা। কে বা কারা এই টাকা পাঠালেন, তা জানা যায়নি।
বিরল এই রোগের একমাত্র ওষুধ হল জোলজেল্সমা নামে একটি ইঞ্জেকশন। একটা ডোজই যথেষ্ট। কিন্তু, সেই ডোজের দাম প্রায় ১৮ কোটি টাকা! বিদেশ থেকে ভারতে ওষুধটি আসতে সময় লাগে অন্তত ২০ দিন। কী ভাবে ছেলের চিকিৎসা এগিয়ে নিয়ে যাবেন, কোথা থেকে এত টাকা জোগাড় করবেন, ভেবে পাচ্ছিলেন না ওই শিশুর অভিভাবক কেরালার বাসিন্দা সারাং মেনন ও অদিতি মেনন। সেইসময়ই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল এই পাহাড়প্রমাণ অঙ্কের টাকা।
সারাং এবং অদিতি তাঁদের ছেলের চিকিৎসার জন্য অর্থসাহায্য চেয়ে দু’টি অ্যাকাউন্ট খুলেছিলেন। সহৃদয় ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল। আর সেখানেই ঘটল এমন অভাবনীয় ব্যাপার! ওই অজ্ঞাতপরিচয় সহৃদয় ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাণের বাবা-মা।