একা 'অশনি'তে রক্ষা নেই, এবার 'করিম' দোসর! নাসা জানিয়েছে, ইতিমধ্যেই নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে এ যাত্রায় কোনওক্রমে রেহাই মিললেও চোখ রাঙাচ্ছে আরও একটি সাইক্লোন! জানা যাচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। যার নাম সাইক্লোন করিম। ‘অশনি’-র প্রভাবে ভারতের উপকূলে যখন প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে, ঠিক তখনই ‘করিম’-এর কথা জানিয়েছে নাসার আর্থ অবজারভেটরি। ‘করিম’কে প্রথম শ্রেণির হারিকেন ঝড় বলে ব্যাখ্যা করেছে তারা।
ঘূর্ণিঝড় করিমকে হারিকেন ২ ক্যাটেগরিতে চিহ্নিত করা হয়েছে। ঘণ্টায় এই সাইক্লোনের গতিবেগ ঘণ্টায় ১১২ কিমি। তবে এই ঝড় সম্পর্কে এখনও কিছু জানায়নি মৌসম ভবন।
তবে, ভারত মহা সাগরে তৈরি হওয়া সাইক্লোন করিম ভারতের স্থলভূমিতে আঘাত করবে, এমনই আশঙ্কা আবহাওয়াবিদদের।