ইনস্ট্রাগ্রামে এসে লাইভে আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুগ্রামের ঘটনায় পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিক্রম। বয়স ৩৫ বছর। পুলিশের কাছে মৃতের স্ত্রী অভিযোগ করেছেন, আত্মহত্যায় তাঁর স্বামীকে প্ররোচনা দেওয়া হয়েছিল। প্ররোচনা দিয়েছিলেন তাঁর স্বামীর বান্ধবী। বিক্রমের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে ক্রমাগত ব্ল্যাকমেল করে টাকা চাইত ওই মহিলা।
হিসারের বাসিন্দা বিক্রমের স্ত্রী নীরু জানিয়েছেন, গত সোমবার সেক্টর-৩৮-এর একটি হোটেলে গিয়েছিলেন বিক্রম। সেখানে গিয়ে জন্মদিন সেলিব্রেট করার জন্য তাঁর বান্ধবীকে ফোন করেছিলেন।
পুলিশকে নীরু বলেছেন, 'ওই হোটেলেই আমার স্বামীকে জোর করে আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে। এবং আমার স্বামীর আত্মহত্যার ঘটনা ইনস্ট্রাগ্রামে লাইভ করা হয়েছে। কারণ, ওই মহিলা আমার স্বামীকে ভীষণ ভাবে উৎকক্ত করত। একাধিক বার আমার স্বামীর থেকে টাকার দাবি করত।'
পুলিশকে নীরু আরও বলেন, 'ওই মহিলার কাছে আমার স্বামী এবং ওর বেশ কিছু ঘনিষ্ঠ মুর্হূতের ছবি রয়েছে। সেই ছবি দেখিয়ে বারবার ব্ল্যাক মেল করত। এবং এর আগে দু বার আমার স্বামীর উপর অত্যাচার করা হয়েছে।'
স্থানীয় রাজেন্দ্র পার্ক এলাকার এই বাসিন্দা দুই সন্তানও রয়েছে। নীরুর অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, হিমাচল প্রদেশের বাসিন্দা অনশি নামের ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।