ধর্মের দোহাই দিয়ে ধর্ষণের হুমকি। একটি সাম্প্রদায়িক উসকানিমূলক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social media video viral) ভাইরাল হয়েছে সম্প্রতি। যেখানে দেখা যাচ্ছে, গেরুয়া বসন পরিহিত এক সাধু উত্তরপ্রদেশের সীতাপুর জেলার খয়রাবাদের একটি মসজিদের সামনে মাইকে উসকানি (Priest gave rape threat to Muslim women) দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যায়, যদি কোনও মুসলিম ধর্মাবলম্বী কোনও মেয়েকে উত্যক্ত করে তাহলে তিনি মুসলিম ধর্মাবলম্বী মহিলাদের তুলে এনে ধর্ষণ করবেন। ওই ব্যক্তিকে এই কথাও বলতে শোনা যায় যে, 'আমাকে খুন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার জন্য ২৮ লক্ষ টাকা তোলা হয়েছে'।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মানিকতলা, লেক রোডে অভিযান টাস্ক ফোর্স-ইবির
সাধুর নিদান শুনে সমস্বরে ‘জয় শ্রীরাম’ (Jai Sree Ram) ধ্বনি দিয়ে ওঠে সমবেত জনতা। দেওয়া হয় হাততালিও। ভাইরাল হওয়া ভিডিয়োতে (Priest gave rape threat to Muslim women) পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওই ঘটনাটি আসলে ২ এপ্রিলের। নবরাত্রি উপলক্ষে এক শোভাযাত্রায় কথাগুলি বলেন বজরং মুনি দাস নামের ওই মহন্ত। যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
সাংবাদিক মহম্মদ জুবেইর টুইটারে (Twitter) একটি ভিডিয়ো পোস্ট করে অভিযোগ জানান, পুলিশের উপস্থিতিতেই ঘৃণা ছড়াচ্ছেন এই সাধু। তাঁর টুইটের প্রতিক্রিয়া দিতে গিয়ে সীতাপুর পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান যে, সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে ওই সাধুর গ্রেফতারের দাবি করা হয়। উত্তরপ্রদেশের ডিজিপিকে একটি কড়া চিঠি দেওয়া হয় জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের নারী অবমাননাকারী মন্তব্যের জন্য অবিলম্বে শাস্তি দিতে হবে অভিযুক্ত সাধুকে।