স্কুল পড়ুয়াকে শিং দিয়ে আছাড় মেরে রাস্তায় ফেলে বারবার গুঁতিয়ে চলল দু'টি গরু (Cow Attack)। গুরুতর জখম হয়েছে ওই পড়ুয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চেন্নাইয়ের এমএমডিএ কলোনির ঘটনা। মায়ের হাত ধরে স্কুলে যাচ্ছিল ছোট্ট মেয়েটি। সরু গলি দিয়ে গরুগুলিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময়েই ঘটে বিপত্তি। আচমকা শিঙওয়ালা গরুটি ঘুরে মেয়েটির দিকে তেড়ে যায়। মুহূর্তের মধ্যে তাকে শিঙে তুলে আছড়ে মাটিতে ফেলে ক্রমাগত গুঁতো থাকে গরুটি। তার পাশের ছোট গরুটিকেও আক্রমণ করতে দেখা গিয়েছে।
মায়ের চেঁচামেচিতে স্থানীয়রা জড়ো হয়ে ঢিল ছোঁড়ে, লাঠি নিয়ে তেড়ে ভয় দেখানোর চেষ্টা করে গরু দু'টিকে, বেশ কিছুক্ষণ পর গরুর কবল থেকে মুক্ত করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।