বয়স কেবল একটি সংখ্যামাত্র! সে কথা ফের প্রমাণ করলেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধা! ইতিমধ্যেই যিনি একটি ভাইরাল ভিডিয়োর কারণে মন জিতে নিয়েছেন অগণিত নেটিজেনের। কী সেই ভিডিয়ো? সেলিনা গোমেজ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে সেটি। সেখানে দেখা যাচ্ছে কী অবলীলায় প্যারাগ্লাইডিং করছেন সেই বৃদ্ধা। যাঁকে নিজের 'ঠাকুমা' বলে পরিচয় করিয়ে দিয়েছেন ওই অ্যাকাউন্টটির মালিক।
জানা গিয়েছে, ৭ বছর আগে প্রয়াত হয়েছেন ওই বৃদ্ধা। ভিডিয়োটি তারও বেশি পুরনো। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই ইতিবাচক রিয়্যাকশন ও কমেন্টে ভরে যেতে থাকে মূল পোস্টটি।
সেলিনা জানিয়েছেন, নিজের গ্যালারিতে এই পুরনো ভিডিয়োটি দেখতে পাওয়ার পরে আর সেটিকে পোস্ট করার লোভ সামলাতে পারেননি তিনি।
জীবন যেরকমই হোক, বেঁচে থাকা যে আসলে অপূর্ব সুন্দর, এই ভিডিয়োটি সেই কথাও মনে করিয়ে দেয় আবার।