দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় হুহু করে যাচ্ছে একটি স্কুটার। আর সেটির পিছনের সিট ধরে রাস্তায় হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে চলেছেন এক বৃদ্ধ। ওদিকে, স্কুটার আরোহীর তা নিয়ে কোনও ভ্রুক্ষেপই নেই! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম মুথাপ্পা। বয়স ৭১ বছর। তিনি পেশায় একজন প্রকাশক। ঘটনাটি ঘটছে বেঙ্গালুরুর মাগদি রোডে। ওই দুর্ঘটনায় গুরুতর জখম ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্কুটার চালককে গ্রেফতার করেছে গোবিন্দরাজ নগর থানার পুলিশ। ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
পুলিশ জানিয়েছে, ওই স্কুটার চালকের নাম সাহিল। তিনি মুথাপ্পার এসইউভি-তে ধাক্কা মারার পর পালানোর চেষ্টা করেন। সেই সময়ই মুথাপ্পা সাহিলকে আটকানোর জন্য তাঁর স্কুটারের পিছনের সিট টেনে ধরেন। ওই অবস্থাতেই স্কুটারটি চালিয়ে দেন সাহিল। তারপর মুথাপ্পাকে রাস্তা দিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে যান প্রায় আধ কিলোমিটার রাস্তা!
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছু সময় পর স্কুটারচালক যুবক পিছন ঘুরে বৃদ্ধকে দেখতে পেয়ে গাড়ি থামান। এর পর কাতরাতে কাতরাতে কোনওরকম উঠে দাঁড়ান বৃদ্ধ। সে সময় আশপাশের কয়েক জন গাড়িচালক ও পথচারীকে বৃদ্ধকে সাহায্য করতে এগিয়ে আসতে দেখা যায়।