খুনের দায়ে জেলে গিয়েছিল এক ব্যক্তি। প্যারোলে মুক্তি পেয়েই এক মহিলা এবং তার মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। ওই অভিযুক্তের নাম ভরত গোস্বামী। তাকে ফের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের জরিপটকা এলাকায়।
কী ঘটেছে?
জানা গিয়েছে, ২০১৪ সালে একটি খুনের মামলায় ভরতকে গ্রেফতার করে পুলিশ। তারপর আদালতের নির্দেশে তার জেল হেফাজত হয়। সম্প্রতি প্যারোলে মুক্তি পায় সে। এবং জেল থেকে বেরিয়ে এক মহিলা এবং তার মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই মহিলা ভরতের পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে।
নির্যাতিতা মহিলা জানিয়েছেন, ২৫ জানুয়ারি ভরত তার বাড়িতে হঠাৎ ঢুকে পড়ে। সেসময় তিনি ও তাঁর মেয়ে বাড়িতে একা ছিলেন। ঘরে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি তাঁর ১৪ বছরের নাবালিকা মেয়ে বাঁচাতে এলে তাকেও ধর্ষণ করা হয়।