ভিক্ষা করেই দেড় মাসে উপায় করেছেন প্রায় আড়াই লাখ টাকা। এমনই এক মহিলার খোঁজ মিলল ইন্দোর শহরে। তিনি নিজেই এই উপার্জনের কথা স্বীকার করেছেন। ওই মহিলা ও তাঁর এক কন্যাকে উদ্ধার করেছে পুলিশ।
কোথায় ভিক্ষা করতেন মহিলা?
জানা গিয়েছে, ইন্দোরের লব-কুশ স্কোয়্যারে ওই মহিলা ভিক্ষা করতেন। পুলিশ সূত্রে খবর, মহিলা নিজেই জানিয়েছেন বিগত ৪৫ দিন ধরে তিনি ভিক্ষা করছেন। এবং তাঁর মোট উপার্জন ২ লাখ ৫০ হাজার টাকা। ওই টাকা দিয়ে মহিলা ফিক্সড ডিপোজিটও করেছেন তিনি।
পুলিশ জানতে পেরেছে, ওই মহিলার স্বামীও ভিক্ষা করেন। হিসেব করে দেখা গিয়েছে, তাদের বছরে আয় অন্তত ২০ লাখ টাকা। যা যেকোনও কর্পোরেট চাকরির বেতনের থেকে বেশি।
এছাড়াও জানা গিয়েছে, ওই মহিলার পরিবারের বিভিন্ন শহরে বাড়ি রয়েছে। এছাড়াও জমি, গাড়িও রয়েছে। বৈদ্যুতিন সামগ্রীও রয়েছে তাদের।