দিল্লির অঞ্জলি সিং-এর দুর্ঘটনার রেশ এখনও টাটকা, এর মধ্যেই চেন্নাইয়ের ২২ বছরের ইঞ্জিনিয়রকে পিষে দিয়ে গেল ট্রাক। চেন্নাইয়ের পেরুর বাসিন্দা এস শোভনা। মঙ্গলবার ভাইকে স্কুলে দিতে যাচ্ছিলেন তরুণী। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে একটি গর্তে পড়ে যান। আর তখনই পিছন থেকে একটি ট্রাক এসে তাঁকে পিষে দিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর, তাঁর ভাইও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মাদুরভোয়ালে। ইতিমধ্যেই আটক করা হয়েছে ট্রাকচালককে।
ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ এসে শোভনার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে পুলিশ সূত্রে খবর, স্কুটি চালানোর সময় শোভনা এবং তাঁর ভাই কারও মাথাতেই হেলমেট ছিল না। দুর্ঘটনার পর ইতিমধ্যেই গর্ত ভরাটের কাজ শুরু করেছে প্রশাসন।