ব্যক্তিগত কারণে মঙ্গলবার ইডির দফতরে (ED Office) হাজিরা দিতে পারছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, অভিষেকের আইনজীবী ইডিকে মেল পাঠিয়ে একথা জানিয়েছেন।
গত সপ্তাহেই অভিষেক দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন। তবে তাঁর স্ত্রী রুজিরাকেও (Rujira Banerjee) সমন করেছিল ইডি। কিন্তু তিনি আসেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলাও করেন অভিষেক ও রুজিরা। তাঁদের হয়ে সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করেন এবং দ্রুত শুনানির আবেদন করেন। কিন্তু প্রধান বিচারপতি এনভি রমণা (NV Ramana) সোমবার শুনানিতে রাজি হননি। কবে এই মামলার শুনানি হবে, নির্দিষ্ট করে কিছু বলেননি।
আরও পড়ুন: ধর্মঘটের দ্বিতীয় দিনেও স্তব্ধ ব্যাঙ্কিং পরিষেবা, বিক্ষোভ বামেদের
সুপ্রিম কোর্ট ওই মামলার শুনানি শুরু না করায় মঙ্গলবার দিল্লিতে অভিষেকের সমন বহাল আছে। কিন্তু মঙ্গলবার ব্যক্তিগত কারণে ইডির সদর দফতরে যেতে পারবেন না, মেলে তদন্তকারী অফিসারদের জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।