পাকিস্তানে (Pakistan) গিয়ে পড়েছে ভারতের মিসাইল (Indian Missile)। ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের এই মন্তব্যের জবাব দিল নয়াদিল্লি। শুক্রবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, 'দুর্ঘটনাবশত' মিসাইলটি পাকিস্তানে গিয়ে পড়েছে। অন্য কোনও উদ্দেশ্য ছিল না।
প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, "৯ মার্চ, ২০২২, রক্ষণাবেক্ষণের কাজ করার সময় যান্ত্রিক গোলযোগের ফলে ক্ষেপনাস্ত্রটি নিক্ষেপ হয়। কেন্দ্র বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মিসাইলটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়েছে। এই দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপণে কেউ প্রাণ হারাননি, এটাই স্বস্তি।"
আরও পড়ুন: সুমিতে আটকে পড়া ৭০০ ভারতীয় পড়ুুয়া ফিরলেন দেশে, স্বস্তিতে পরিজনরা
বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর দাবি, আকাশে কোনও বস্তু দ্রুত গতিতে ছুটে আসছিল। হরিয়ানের শিরষা থেকে সেটি পাকিস্তানের দিকে মোড় নেয়। পাকিস্তানের মিয়া চান্নু নামে এক এলাকায় ওই অজানা বস্তুটি এসে পড়ে। পাকিস্তানের মেজর জেনারেল বাবর ইফতিকার জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি সুপারসোনিক মিসাইল। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ভারত থেকে আসা সেই ক্ষেপনাস্ত্রটিতে কোনও সামরিক অস্ত্র ছিল না। কিন্তু তাঁদের দেশের সম্পত্তি নষ্ট করেছে ভারতের মিসাইল।