ইচ্ছে থাকলেই উপায় হয় । এই কথাটা আরও একবার প্রমাণ করে দিলেন সূরজ কুমার যাদব (Suraj Kumar Yadav) । সম্প্রতি, আইআইটি-র (IIT) জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (JAM) পরীক্ষায় ৫৪ ব়্যাঙ্ক করেছেন সূরজ । তাঁর স্বপ্ন বিজ্ঞানী হওয়া । কিন্তু, গল্পটা এখানেই শেষ নয় । আর পাঁচটা সাধারণ ছেলে-মেয়ের মতো জীবন নয় সূরজের । তাঁর নামের পাশে জুড়েছে আরও একটা তকমা, খুনি । খুনের অভিযোগে জেলে বন্দী সূরজ ।
কিন্তু, অদম্য মনের জোড়, সেইসঙ্গে পড়াশোনা করার ইচ্ছা ছিল তাঁর । জেল সুপারেরও সাহায্য পেয়েছিলেন । তাই নিজেকে শুধরে নেওয়ার, স্বপ্নপূরণের সুযোগ পেয়ে তা হাতছাড়া করতে চাননি তিনি । জেলে বসেই আইআইটি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন । জেলে বসেই পরীক্ষা দিয়েছিলেন । পরীক্ষার জন্য আদালত সূরজকে এক মাসের প্যারোলও মঞ্জুর করে ।
আরও পড়ুন, Bank Strike: বেসরকারিকরণের প্রতিবাদে টানা দু'দিন ব্যাঙ্ক ধর্মঘট, সমস্যায় পড়বেন সাধারণ গ্রাহকরা
প্রসঙ্গত, বিহারের নওয়াদা জেলার মোসমা গ্রামের বাসিন্দা সূরজ । আইআইটি-র জন্য পড়াশোনা করছিলেন । সবই ঠিকঠাক চলছিল । কিন্তু হঠাৎই এক ঘটনায় বদলে যায় তাঁর জীবন । ছাত্রাবস্থাতেই এক প্রতিবেশীকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে । সেইসময় গ্রাম ছেড়ে পরিবারকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন সূরজ । ২০২১ সালে বাড়ি ফেরেন । সেইসময়ই তাঁকে ও তাঁর দাদাকে গ্রেফতার করে পুলিশ । সেই থেকে জেলেই রয়েছেন সূরজ ।