রাজধানীতে প্রকাশ্য রাস্তায় অ্যাসিড ছুড়ে (Acid Attack) দেওয়া হল কিশোরীরর মুখে-চোখে। দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় বুধবার সকালের ঘটনা। দুই যুবক বাইক চেপে কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৭ বছর বয়সের ওই কিশোরী। মর্মান্তিক ওই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
প্রকাশ্যে আসা সিসিটিভি ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’জন কিশোরী রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে । তখনই একটি বাইক গতি কমিয়ে তাদের সামনে এসেই কিশোরীর দিকে একটি তরল ছুড়ে দেয় দুজন। মুখ চেপে ধরে দৌড়াতে দেখা গিয়েছে মেয়েটিকে। বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
Gold Price Today: বুধে কত হল সোনার দাম ?
কিশোরীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের মুখে অ্যাসিড ছুড়ে মারা হয়েছে। রাসায়নিকের কিছুটা চোখে এসেও লেগেছে।
পুলিশ সূত্রে খবর, কিশোরী দুই বাইক আরোহীকেই চিহ্নিত করেছে এবং তাঁদের মধ্যে একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।