ধারভি বস্তির ভোল বদলে দেবে আদানি গোষ্ঠী। এশিয়ার বৃহত্তম এই বস্তির পুনর্নিমাণ এবং পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে মহারাষ্ট্র সরকার। তার জন্য টেন্ডার ডাকা হয়। একাধিক বেসরকারি সংস্থা আগ্রহী প্রকাশ করলেও সবথেকে বেশি টাকা বিনিয়োগ করবে গৌতম আদানি গোষ্ঠী। ফলে ধারাভি বস্তির পুনর্নিমাণের দায়িত্ব দেওয়া হচ্ছে গৌতম আদানি গোষ্ঠীকেই।
শুক্রবার এই সংক্রান্ত একটি বৈঠক করে মহারাষ্ট্র সরকার। সেখানে জানানো হয়, ধারাভি বস্তির পুনর্নিমাণের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার রূপায়ণে দায়িত্ব দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীকে। যদিও ঠিক কীভাবে ওই প্রকল্প বাস্তবায়ন হবে সেবিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
তবে সূত্রের খবর, ধারাভি বস্তি এলাকায় রয়েছে প্রায় ৬০০ একর জমি। সেখানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন বাড়ি, শপিং মল তৈরি করা হবে। পুরো প্রকল্পটি রূপায়ণের পর বস্তিবাসীদের পুনর্বাসন দেওয়া হবে।
জানা গিয়েছে, ওই প্রকল্পে আদানির দুই প্রতিদ্বন্দ্বী ছিল DLF এবং নমন গ্রুপ। কিন্তু ওই দুই সংস্থার থেকেও আদানি গোষ্ঠী আরও বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করবে বলে জানায়।