এবার আদানি গ্রুপের উপর সরাসরি প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি অভিযোগ তোলেন, আদানি গোষ্ঠী দেশে ব্যবসায়িক ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছে। এবং এর সঙ্গে সরাসরি জাতিগত সমীক্ষার বিষয়টিও সংযুক্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন রাহুল গান্ধি। তিনি বলেন, বর্তমানে প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করছে আদানি গ্রুপ। বিমানবন্দর থেকে শুরু করে বন্দর সব কিছুই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা। তাঁর আরও অভিযোগ, মাত্র কয়েকজন ব্যক্তি একচ্ছত্রভাবে দেশ চালাচ্ছে।