এবার থেকে আরও সহজে আধার কার্ডের(Aadhar Card New Update) ঠিকানা বদলানো যাবে। পরিবারের প্রধানের অনুমতি নিয়ে হোল্ডাররা এই ঠিকানা পরিবর্তন করতে পারবেন বলেই খবর। সম্প্রতি এই সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে UIDAI।
জানা গিয়েছে, আধার কার্ড হোল্ডারদের জন্য HoF ভিত্তিক অনলাইন ঠিকানা আপডেট করা আরও সহজ করে দেওয়া হয়েছে। আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সহায়ক নথি না থাকলে পরিবারের প্রধানের সম্মতি নিয়ে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন(Address Update in Aadhar Card) করা যাবে। যাঁরা কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, তাঁদের কথা ভেবেই এই ব্যবস্থা আনা হয়েছে বলেও জানায় কেন্দ্র। HoF-দের সম্মতি পাওয়ার ৩০ দিনের মধ্যে My Aadhaar Portal-এ গিয়ে গিয়ে ঠিকানা পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে খরচ পড়বে মাত্র ৫০ টাকা দিতে হবে। পেমেন্ট সফল হলে নাগরিকরা সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) পাবেন।
তবে পরিবার-প্রধানের(HoF) সম্মতি ছাড়াও নিজের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন(aadhar CArd New Rule) করার উপায়ও আছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র ও বৈধ প্রমাণ দিয়ে এই ঠিকানা পরিবর্তন করা যাবে। ১৮ উর্দ্ধ যে কোনও নাগরিকই এই পদ্ধতিতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এমনকি, তিনি HoF হয়ে পরিবারের বাকি সদস্যের সঙ্গে নিজের ঠিকানা শেয়ার করার অনুমতি দিতে পারেন।