নতুন ইতিহাস তৈরির পথে ISRO, চাঁদের পর এবার সূর্যকেও চিনতে চাইছে ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা। ইতিমধ্যেই, সৌরযান আদিত্য এল ১ (Aditya L1)- এর টেলিস্কোপ সূর্যের হরেক রকমের ছবি তুলে পাঠাল। ৭ জানুয়ারি কাঙ্ক্ষিত ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছনোর কথা সৌরযানের। মোট ১১ ধরণের ফিল্টার ব্যবহার করে সূর্যের ছবি তুলেছে আদিত্যর SUIT টেলিস্কোপ।
ছবি গুলি শেয়ার করে ইসরো জানিয়েছে, SUIT পেলোড অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি সূর্যের পূর্ণ-ডিস্ক ছবি গুলি ক্যাপচার করেছে।
ছবি গুলিতে 200 থেকে 400 এনএম পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সূর্যের প্রথম পূর্ণ-ডিস্ক উপস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে। সূর্যের আলোকমণ্ডল এবং ক্রোমোস্ফিয়ারের জটিল বিবরণও ছবিতে ফুটে উঠেছে।