দিল্লিতে গিয়েই কাজ শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার অ-বিজেপি দলগুলির বৈঠকের আগেই এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করলেন মমতা। ইতিমধ্যেই খবর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের মুখ হচ্ছে না বর্ষীয়ান নেতা শরদ পওয়ার। রাজনৈতিক মহলের দাবি, তাঁকে বোঝাতেই পওয়ারের বাড়িতে গিয়েছিলেন মমতা। কারণ, গত কয়েকদিন আগে সুকৌশলেই পওয়ারের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। কিন্তু গত সোমবার এনসিপির বৈঠকে এই দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ইচ্ছাই প্রকাশ করেছেন পওয়ার। রাজনৈতিক মহলের দাবি, এই খবর কানে আসতেই দিল্লিতে নেমেই পওয়ারের বাড়িতে যান তৃণমূল নেত্রী। বেশ খানিকক্ষণ কথা বলেন পওয়ারের সঙ্গে।
১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে বিরোধী শিবির থেকে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। বর্ষীয়ান এই নেতার নাম প্রস্তাবের পিছনে সনিয়ার লক্ষ্য ছিল ২২ দলের জোটকে একত্রিত করা। কারণ পওয়ারের নামে কোনও দ্বিমত নেই। এবং যাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সুসম্পর্ক। সবকিছু বিচার করেই বুধবারের বৈঠকের আগে পওয়ারের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পওয়ার লড়াই থেকে পিছিয়ে আসেন, তা-হলে দৌড়ে কে ? এই প্রশ্নে দিল্লির রাজনীতিতে বেশ কটি নাম শোনা যাচ্ছে। তারমধ্যে একটা নাম হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।
এদিকে, বুধবারের বৈঠক নিয়ে তৈরি বিরোধীরা। দ্বিধা কাটিয়ে এই বৈঠকে যোগ দিচ্ছে কংগ্রেস। সনিয়া গান্ধীর নির্দেশে মমতার ডাকা এই বৈঠকে থাকবেন মল্লিকার্জুণ খাড়গে, জয়রাম রমেশ এবং রণদীপ সিং সুরযেওয়ালা। শোনা যাচ্ছে, তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকে থাকতে পারেন বাম নেতারাও।