ভারতীয়দের মুখে হাসি ফোটালেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক। G 20 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় সুনককে। মোদী সুনক সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই ৩ হাজার কমবয়সি ভারতীয়র ভিসা মঞ্জুর করলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক।
১৮ থেকে ৩০ বয়সী মোট ৩০০০ জনকে এই পেশাদার ভিসা দেবে ইংল্যান্ড। এই ভিসায় ২ বছর পর্যন্ত ইংল্যান্ডে থেকে কাজ করতে পারবেন ভারতীয়রা। এই সুখবর টুইট করেও জানান ঋষি। ভারতীয় বংশোদ্ভূত ঋষি প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীর সঙ্গে এই প্রথম সাক্ষাৎ তাঁর।
আরও পড়ুন: পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি ! ২০২৩ সালে চিনকে ছাপিয়ে যেতে পারে ভারত
১০ ডাউনিং স্ট্রিটের এই ঘোষণায় স্বভাবতই খুশি ভারতীয়রা, এর আগে এই সিদ্ধান্তে সমর্থন ছিল না ব্রিটেন সরকারের। কিন্তু মোদীর সঙ্গে সাক্ষাতের মাত্র কয়েক ঘণ্টা পরেই জানানো হয়, ‘ ভারত-ব্রিটেন অভিবাসন নীতিকে আরও পোক্ত করতে গতবছর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ভিত্তিতেই এই ভিসা অনুমোদনের সিদ্ধান্ত।’