বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় গ্রামবাসীরা। আর তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগমের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তারা। তাঁদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনাটি কাঁকসার মালানদিঘি এলাকায়।
জানা গিয়েছে, প্রায় প্রতিদিন রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বারবার জানানো সত্বেও বিদ্যুৎ দফতরের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদেই বুধবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
জানা গিয়েছে, বুধবার সকালে ওই এলাকার ট্রান্সফরমার বদল করতে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। অভিযোগ সেসময় তাঁদের আটকে রাখেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনও সুরাহা মিলছে না। তাই বিদ্যুৎ দফতরের আধিকারিকরা না যাওয়া পর্যন্ত কর্মীদের ছাড়া হবে না বলে দাবি তোলেন তাঁরা।