করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দেড় সপ্তাহ। কিন্তু এখনও অসংখ্য দেহ পড়ে রয়েছে মর্গে। সেগুলি শনাক্ত করা যায়নি। এ বার দেহগুলিকে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য নেওয়া হচ্ছে।
আধার কার্ড বিশেষজ্ঞদের মর্গে নিয়ে যাওয়া হয়। তাঁরা মৃতদের বাঁ হাতের আঙুলের ছাপ নেন। ৬৫টি মৃতদেহের হাতের আঙুলের ছাপ নেওয়া হয়। তবে এক্ষেত্রেও সমস্যা। বহু মৃতদেহের আঙুলের চামড়া নষ্ট হয়ে গিয়েছে। সে সব ক্ষেত্রে
সিম কার্ড ট্রায়াঙ্গুলেশন পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার আগে যে সব যাত্রীর ফোন সক্রিয় অবস্থায় ছিল এবং দুর্ঘটনার পরে যেগুলি নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে যায়, সেগুলি চিহ্নিত করবে সিম কার্ড ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি। এরপর সংশ্লিষ্ট যাত্রীর মোবাইল কানেকশনের মাধ্যমে দেহ চিহ্নিতকরণের কাজ করা হবে। এই পদ্ধতিকে রেলের ‘সঞ্চার সাথী’ পদ্ধতির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এভাবে ৬৫টি দেহ শনাক্তকরণের কাজ করা হয়। তার মধ্যে ৪৫টি দেহের ক্ষেত্রে এই পদ্ধতি সফল হয়েছে।