ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। নভেম্বরের ১৯ তারিখ ধর্মঘটে যেতে চলেছে ব্যাঙ্ককর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ফলে চলতি মাসের তৃতীয় শনিবারও ব্যাহত হবে ব্যাঙ্কের কাজ। যদিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের কথা মাথায় রেখে আগে থাকতেই তাঁরা ধর্মঘটের কথা জানিয়েছেন।
সংগঠনের অভিযোগ, বিভিন্ন সময় ব্যাংকগুলির মধ্যে সমন্বয় থাকছে না। ফলে সর্বসম্মতিক্রমে গৃহীত নীতি, সিদ্ধান্ত সবকিছুই লঙ্ঘিত হচ্ছে বলেই জানিয়েছে AIBEA। আর এই 'অস্থিরতা' চলার ফলে কর্মীরা চাকরি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ। তাই এর প্রতিবাদে এবং নিজেদের 'সুরক্ষিত' কর্মক্ষেত্রের দাবিতে শনিবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন- Anand Teltumbde Got Bail: দীর্ঘ ২ বছর পর ভিমা-কোরেগাঁও মামলায় জামিন পেলেন আনন্দ তেলতুম্বডে
রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়মানুযায়ী বর্তমানে মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার পুরোপুরি বন্ধ রাখা হয় ব্যাংক। তবে ১৯ নভেম্বর, শনিবার এই ধর্মঘটের জেরেই মাসের তৃতীয় শনিবারও কোনও পরিষেবা পাবেন না গ্রাহকরা।