চাপের কাছে নতিস্বীকার। অবশেষে সোমবার কার্যত ছুটি বাতিল করল দিল্লির এইমস হাসপাতাল। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, সোমবার রাম মন্দিরের উদ্বোধনের জন্য দুপুর আড়াইটে পর্যন্ত খোলা থাকবে ইমারজেন্সি। বাকি বিভাগ বন্ধ থাকবে। ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল। নতুন বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সপাতালের আউটডোর পরিষেবা অন্য দিনের মতোই চালু থাকবে।
শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় সব মহল থেকেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। দেশের অন্যতম সেরা হাসপাতালের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করে। ময়দানে নামে কংগ্রেস। অভিযোগ করা হয়, লাখ রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ক্ষোভে ফেটে পড়েন নেটনাগরিকরাও।
ওয়াকিবহাল মহলের মতে, চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হঠতে হল এইমস হাসপাতালকে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হল, সব ছুটি বাতিল করে সোমবার স্বাভাবিক থাকবে পরিষেবা।