কোচি থেকে বাহরাইন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কোচি বিমানবন্দরে আচমকাই শুল্ক দফতরের হানা। তল্লাশিতে উদ্ধার প্রায় দেড় কেজি ওজনের সোনা। ঘটনায় গ্রেফতার এক বিমানকর্মী। এর আগে সোনা পাচার করতে গিয়ে একাধিকবার বিমানযাত্রী গ্রেফতার হলেও এই প্রথমবার কোনও বিমানকর্মী গ্রেফতার হলেন।
জানা গিয়েছে, কোচি থেকে বাহরাইন যাওয়ার বিমানের নিয়মিত কর্মী সাফি। তিনি সোনা গলিয়ে নিজের পোশাকের নীচে তবকের মতো করে মুড়িয়ে নিয়েছিলেন। ভেবেছিলেন এই ভাবেই গ্রিন চ্যানেল পেরিয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি। হাতে নাতে ধরা পড়ে যান তিনি। আপাতত জেরা করার জন্য তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে শুল্ক দফতর।
আরও পড়ুন - রাস্তায় ধারে দাঁড়িয়ে ছিলেন ৮ জন, আচমকাই গাড়ি এসে পিষে দিল তাঁদের