মাঝ আকাশে ককপিটে বান্ধবীর সঙ্গে গল্প করেছিলেন, সাসপেন্ড করা হল এয়ার ইন্ডিয়ার পাইলটকে। বিমান সংস্থাটিকেও মোটা অঙ্কের জরিমানা করল ডিজিসিএ।
বান্ধবী নিজেও সেই বিমানেরই কর্মী। কিন্তু সেই সময় যাত্রী হিসেবে সফর করছিলেন। কোনও যাত্রীকে বিমান সফরের সময় ককপিটে ডাকার অনুমতি নেই পাইলটের। নিয়ম ভাঙলেও বিমাঞ্চালকের বিরুদ্ধে পদক্ষেপ করেনি এয়ার ইন্ডিয়া।শেষে পদক্ষেপ করল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক। পাইলটকে সাসপেন্ড করার পাশাপাশি বিমান সংস্থাকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তিন ঘণ্টার সফরে পুরোটাই ককপিটে ছিলেন ওই যাত্রী। তারপরেই ডিজিসিএর কাছে অভিযোগ জানান ওই বিমানেরই এক কর্মী। গত ২৭ ফেব্রুয়ারির ঘটনা। ২১ এপ্রিল এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয় ডিজিসিএ। মাত্র ন’দিনের মধ্যেই শোকজের নোটিস জারি করা হয়।