বড়সড় সুখবর দিল এয়ার ইন্ডিয়া। এপ্রিল থেকে চালু হচ্ছে কলকাতা থেকে ইম্ফলের সরাসরি বিমান পরিষেবা। সপ্তাহের ৭দিনই পাওয়া যাবে কলকাতা-ইম্ফল বিমান। অন্যদিকে সপ্তাহে ৬দিন কলকাতা থেকে কোচির বিমান পরিষেবা পাওয়া যাবে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা থেকে ইম্ফলের বিমান প্রতিদিন সকাল ৭ টায় ছাড়বে এবং ইম্ফলে পৌঁছবে সকাল ৮টা ৫ মিনিটে। অন্যদিকে ইম্ফল থেকে কলকাতার বিমান সকাল ৮টা ৩৫ মিনিটে ছাড়বে এবং সকাল ১০টা ২০ মিনিটে কলকাতায় পৌঁছবে।
কলকাতা থেকে কোচি যাওয়ার বিমান সকাল ১১টা ২৫ মিনিটে ছাড়বে। দুপুর ২ টো ৩৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে। আর কোচি থেকে কলকাতার বিমান ছাড়বে ৩টে ৫ মিনিটে। সেই বিমান কলকাতায় নামবে ৬ টা ১০ মিনিটে।