পায়ুদ্বারে লুকিয়ে সোনা পাচার করার চেষ্টা করেছিলেন এক যাত্রী। কিন্তু, শেষমেশ, বিমানবন্দর আধিকারিকদের তৎপরতায় সেই ছক বানচাল হয়ে গেল। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানানো হয়, ওই যাত্রীর নাম আবু শালিহু। বিমানবন্দরে তাঁর হাঁটাচলায় অসঙ্গতি নজরে পড়ে ভারপ্রাপ্ত আধিকারিকদের। কিন্তু ওই সময় তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। ওই ব্যক্তি বেঙ্গালুরুগামী বিমানেও উঠে পড়েন। তবে, কলকাতা বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ওই যাত্রীর নাম-সিট নম্বর সহ যাবতীয় তথ্য বেঙ্গালুরু শুল্ক দফতরের আধিকারিকদের কাছে পৌঁছে দেন।
বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করার পর ওই যাত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই অবশেষে ভেঙে পড়েন তিনি। স্বীকার করে নেন তিনি মলদ্বারে ৬০০ গ্রাম সোনার পেস্ট লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। এছাড়াও এই সংক্রান্ত যাবতীয় তথ্য শুল্ক দফতরের আধিকারিকদের জানান অভিযুক্ত। সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়।