জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বহাল রইলেন অজিত ডোভাল। তৃতীয়বারের জন্য তাঁর নামেই অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা। এই মাসের ১০ জুন থেকে তাঁর নিয়োগ কার্যকর ধরা হবে। ২০১৪ সাল থেকে মোদী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করছেন অজিত ডোভাল।
এক দশক আগে দিল্লির মসনদে প্রথমবার ক্ষমতায় আসার পরেই প্রাক্তন গোয়েন্দা কর্তা অজিত ডোভালকে জাতীয় নিরাপত্তা হিসাবে নিয়োগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালে উরিতে জঙ্গি হানার পর তাঁর নেতৃত্বেই পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। সেই সময় যা মোদী সরকারের পক্ষে প্রবল জনপ্রিয়তা এনে দিয়েছিল।
পরবর্তী সময়ে ডোকালাম এবং ২০১৯ সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানার পরে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে এয়ার স্ট্রাইক পিছনেও ডোভালের মস্তিষ্ক ছিল বলেই দাবি করেন এই দেশের সেনা বিশেষজ্ঞরা।