দেশের পরবর্তী রাষ্ট্রপতি (President) নির্বাচনকে ঘিরে অনেক আগে থেকেই সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছিল বিরোধী শিবির। বিশেষ করে তৃণমূল নেত্রী (Tmc) মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) উদ্য়োগে এই কাজ শুরু করেছিলেন টিআরএস (TRS) নেতা চন্দ্রশেখর রাও। এবার সেই ঐক্য আরও মজবুত হল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির (Samajwadi Party) ঘোষণায়। দিল্লি সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ জানিয়েছেন, এই ব্য়াপারে তাঁরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে নেবে। তবে সমাজবাদী পার্টির সিদ্ধান্ত তৃণমূল নেত্রীর পছন্দের প্রার্থীকেই তাঁরা সমর্থন করবেন।
আম আদমি পার্টির (Aap) নেতা অরবিন্দ কেজরীওয়াল গত সপ্তাহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত বিরোধী প্রার্থী নিয়ে আলোচনা করেছেন। তৃণমূল সূত্রের খবর, মমতা চাইছেন না গত বারের মতো (মীরা কুমার) এ বারেও রাষ্ট্রপতি পদে কংগ্রেস মনোনীত কোনও বিরোধী প্রার্থীর নামে ঐকমত্য হোক। আপ, টিআরএস, এসপি, এনসিপি-ও মমতার প্রদর্শিত পথেই হাঁটবেন বলে রাজনৈতিক সূত্রের খবর। কিন্তু যে প্রশ্নটা এ বার সামনে এসে দাঁড়াচ্ছে, কে হবেন সর্বসম্মত বিরোধী প্রার্থী?
বিরোধী রাজনৈতিক শিবিরের একটি বড় অংশের পক্ষ থেকে শুক্রবার বিকেলে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই দৌড়ে এগিয়ে রয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। অঙ্কের হিসাবে শেষ পর্যন্ত বিজেপির প্রার্থীই এই লড়াইয়ে জিতবে। কিন্তু সূত্রের বক্তব্য, হেরে যাওয়ার সম্ভাবনা বেশি জেনেও, পওয়ারের আপত্তি নেই। পওয়ারের সঙ্গে কিছু বিরোধী নেতার এই বিষয়টি নিয়ে প্রাথমিক এক দফা আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক শিবিরের একাংশ বলছে, সমস্ত বিরোধী দলের সমর্থন পাশে পাওয়াটাই এখানে লক্ষ্য, জয়-পরাজয় পরের ব্যাপার। রাষ্ট্রপতি ভোটের মঞ্চে সমস্ত বিরোধী দলের সমর্থন যদি পান পওয়ার, চব্বিশের ভোটে কেন্দ্র-বিরোধী জোটে তাঁর বড় ভূমিকা নিতে সুবিধা হবে।