অনলাইনে প্রতারণা। তাও আবার যে সে প্রতারণা নয়। একেবারে 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর নাম করে প্রতারণার শিকার হলেন তামিলনাড়ুর এক মহিলা। প্রায় ৯ লাখ টাকা খোয়ালেন ত্রিচির বাসিন্দা অনিশা অমল। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিচির মসজিদ স্ট্রিট এলাকায়।
ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে। ওই মহিলাকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করেন। সেখানে জানানো হয়, তিনি নাকি 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর লাকি উইনার। ফোনে সেই কথা শুনেই আনন্দে উৎফুল্ল হয়ে যান অনিশা। তাঁকে জানানো হয়, ৩৫ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি উপহার হিসেবে মিলবে একটি বিএমডাব্লিউ গাড়িও। কিন্তু আনন্দে বাহ্যজ্ঞানরহিত অনিশা এই অবিশ্বাস্য প্রস্তাব বিশ্বাস করে নেন। ওই মহিলা ফাঁদে পা দিয়েছেন বুঝেই প্রতারণা শুরু করে প্রতারক।
আরও পড়ুন- Today Solar Eclipse : প্রায় চার ঘণ্টার খণ্ডগ্রাস সূর্যগ্রহণে কলকাতার প্রাপ্তি ১২ মিনিট
তাঁকে বলা হয়, ট্যাক্স বাবদ ৯,৩৯,৫০০ টাকা ট্রান্সফার করতে হবে রিজার্ভ ব্যাঙ্কে। প্রথমে অস্বীকার করলেও দামী গাড়ি, বিপুল টাকার লোভে পড়ে তাও দিয়ে দেন অনিশা অমল। কিন্তু টাকা পাঠানোর পরেই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। ত্রিচি মেট্রোপলিটন সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনিশা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।