দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না। তান্ত্রিক পরামর্শ দেয়, ঈশ্বরকে খুশি করার জন্য হোলির (Holi Utsav) দিন সাত বছরের শিশুকন্যাকে বলি (Human Sacrifice) দিতে হবে। সেই কথা মতো একটি ৭ বছরের শিশুকন্যাকে অপহরণ করেছিল। উত্তরপ্রদেশ পুলিশের (UP Police) তৎপরতায় ধরা পড়ল ২ অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) ছিজার্সি গ্রামে।
পুলিশ সূত্রে খবর, ওই ৭ বছরের শিশুকন্যাকে উত্তরপ্রদেশের বাঘপত জেলা থেকে উদ্ধার করা হয়েছে। ১৩ মার্চ থেকে নিখোঁজ ছিল ওই শিশুকন্যা। ধৃত ২ ব্যক্তির নাম সনু বাল্মিকী ও নীতু। যে তান্ত্রিকের পরামর্শে অপহরণ করা হয়েছে, তাকেও চিহ্নিত করেছে পুলিশ।
আরও পড়ুন: 'বাংলায় অরাজকতা চলছে'!, লোকসভায় সরব অধীর, সমর্থন সনিয়ার
জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই। কিন্তু নিত্য মদ্যপান করত বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সোনুর এক বোন বাঘপত এলাকায় থাকে। তার কাছেই ওই শিশুকন্যাকে রেখেছিল ধৃতরা।