এ বছরের সবচেয়ে চর্চিত বিয়েটি হয়তে চলেছে দিন দশেকের মধ্যেই। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে। যে বিয়ের আগে চলতি বছরে দু'দুটি বিগ ফ্যাট প্রি ওয়েডিং হয়ে গিয়েছে, সেই বিয়ের কথা বলছি। মেঘা ইভেন্ট ১২ থেকে ১৫ জুলাই। দিন দশেক বাকি থাকতেই আবার কোন বিয়ের আয়োজন আম্বানি পরিবারে?
মুম্বইতে নিজেদের পরিবারের বিয়ের আগে গণবিবাহের আয়োজন করেছেন আম্বানি পরিবার। থানের রিলায়েন্স কর্পোরেট পার্কে মঙ্গলবার বিকেলে গণবিবাহের আয়োজন করা হল আম্বানি পরিবারের তরফে।
এদিন ৫০ টিরও বেশি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্য গণবিবাহের আয়োজন করা হয়। দম্পতিদের পরিবার সমেত প্রায় ৮০০ জন উপস্থিত ছিলেন এই বিয়ের আসরে।