দুর্ঘটনার কবলে কেরলের শিক্ষামন্ত্রীর কনভয়। মাঝরাস্তায় অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে কনভয়ের একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার। কোট্টারাক্কারা পুলামান জংশনে এই দুর্ঘটনায় ৩ জন আহত হন।
দুর্ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। এরপরই ভিডিয়োটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যায়, দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে অ্যাম্বুল্যান্সে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলেও ধাক্কা মারতে দেখা যায় ওই গাড়িটিকে।
আহতদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। এরপরই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। এমসি রোড দিয়ে তিরুঅনন্তপুরম যাচ্ছিলেন কেরলের শিক্ষামন্ত্রীর কনভয়। এই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি।