সবকিছু ঠিকঠাক চললে শুক্রবার ভিক্টোরিয়ার অনুষ্ঠান শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে নৈশভোজে যাবেন অমিত শাহ। সূত্রের খবর, ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের সিকিউরিটি ডিরেক্টরেটের সঙ্গে যোগাযোগ করেছে এনএসজি। রাজ্য পুলিশকে বলা হয়েছে, শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বীরেন রায় রোডের বাড়িতে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করতে। অমিত শাহের সঙ্গেই যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তেরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগেই বিষয়টি ঠিক হয়েছিল বলে বৃহস্পতিবার বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে দলের অধিকাংশের কাছে বিষয়টি এখনও জানানো হয়নি।
বৃহস্পতিবার রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অমিত, শুভেন্দু এবং স্বপন সৌরভের বেহালার বাড়িতে যাবেন। তার আগে অমিত থাকবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে।
প্রথমে ঠিক ছিল, শুধু অমিত শাহই সৌরভের বাড়িতে নৈশভোজে যাবেন। পুরো বিষয়টি সমন্বয় করছিলেন স্বপন। বৃহস্পতিবার ঠিক হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুও সৌরভের বাড়িতে যাবেন। যাবেন স্বপনও।