গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) সঙ্গে হাত মিলিয়েছিলেন পঞ্জাবের ‘পলাতক’ খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ (Amritpal Singh) । উদ্দেশ্য ছিল পঞ্জাবে হিংসা ছড়ানোর । অশান্তি তৈরি করে পঞ্জাব ভাঙার চেষ্টা করেছিলেন । সম্প্রতি, ভারতীয় গোয়েন্দা রিপোর্টে এমনই দাবি করা হয়েছে । সেখানে আরও বলা হয়েছে, পাক সীমান্তে অস্ত্র এবং মাদক চোরাচালানে জড়িত ছিলেন তিনি । গত এক বছরে সীমান্তে ড্রোনের মাধ্যমে মাদকের চোরাচালান বেড়েছে । আর এর পিছনে অমৃতপালের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের ।
অমৃতপালকে বারবার বলতে শোনা গিয়েছে, তাঁর গুরু জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের কথা । তিনিই খালিস্তানপন্থী নেতার কাছে আদর্শ ছিলেন । অমৃতপালের কাজকর্মে তাঁরই প্রভাব লক্ষ্য করা গিয়েছে । যেমন, একসময় স্বর্ণমন্দিরকে কার্যত অস্ত্রাগারে পরিণত করেছিলেন পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জনক ভিন্দ্রানওয়ালে । তাঁর মতোই অমৃতসরের জল্লুপুর খেরা এলাকায় অনুমোদনহীন একটি মাদক মুক্তিকরণ কেন্দ্র এবং একটি গুরুদ্বারে অস্ত্র মজুত করার ব্যবস্থা করেছিলেন বলে গোয়েন্দা সূত্রে দাবি ।
জানা গিয়েছে, খলিস্তানি আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্কই ছিল না অমৃতপালের । আইএসআইয়ের সংস্পর্শে আসার পর থেকে খলিস্তানি আন্দোলন নিয়ে প্রচার শুরু করেন । প্রথমে দুবাই, তারপর ভারত, খলিস্তানপন্থী আন্দোলনের সমর্থনে জনমত গড়ে তুলতে চেয়েছিলেন অমৃতপাল । হিংসা ছড়িয়ে পঞ্জাব ভাঙার পরিকল্পনা ছিল, আর তাতে তিনি সামান্য হলেও প্রভাব ফেলতে পেরেছেন বলে গোয়েন্দা সূত্রে দাবি ।