অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহিদ হলেন আরও একজন সেনা জওয়ান। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। এনিয়ে গত তিনদিন ধরে চলা এনকাউন্টারে শহিদ হলেন মোট ৪ সেনা জওয়ান। এদিকে জঙ্গিদের খোঁজে ড্রোন নামানো হয়েছে।
বুধবার অনন্তনাগে জঙ্গিদের চালানো গুলিতে শহিদ হন এক কর্নেল, মেজর এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক ডি এস পি। ওই ঘটনার পর সাময়িক স্থগিত রাখা হয়েছিল তল্লাশি অভিযান। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু করা হয়। সেসময় জঙ্গিদের গুলিতে আহত হন দুই জওয়ান এবং একজন নিখোঁজ ছিলেন। কিন্তু পরে সেনাবাহিনীর তরফে জানানো হয় শহিদ হয়েছেন নিখোঁজ ওই জওয়ান।
সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, "অনন্তনাগ অপারেশনে আরও একজন জওয়ান শহিদ হয়েছেন। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। সেসময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেসময়ই শহিদ হন একজন।"
Read More- অনন্তনাগে ফের এনকাউন্টার, জঙ্গিদের গুলিতে আহত ২ জওয়ান, নিখোঁজ ১
উল্লেখ্য, বিগত ৪৮ ঘণ্টা ধরে অনন্তনাগে চলছে সেনা-জঙ্গি সংঘাত। গারুল এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। সেখান থেকেই তারা আক্রমণ চালায়।
এদিকে জঙ্গিদের খোঁজে ড্রোন নামানো হয়েছে।