'ভগবানের ওপর গোসা', শিবলিঙ্গ ভেঙে, শিবের পোস্টার ছিঁড়ে ফেললেন এক ব্যাক্তি। মধ্যপ্রদেশের ইন্দোরের এক মন্দিরের ঘটনা। গাজ্জু চৌহান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ইন্দোরের কোতয়ালি থানার অন্তর্গত এক মন্দিরে ২৯ জানুয়ারি ভাঙচুরের ঘটনা ঘটায় গাজ্জু। মন্দিরের সিসিটিভি ফুটেজে শিবলিঙ্গের ওপর ফুলদানি ছুঁড়ে শিবলিঙ্গ ভেঙে ফেলতে দেখা গিয়েছে গাজ্জুকে। সে ইন্দোরের রাজেন্দ্র নগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনার সময়ে মানসিক স্থিতি ছিল না গাজ্জুর।
Noida Death: ইউটিউবারের পার্টিতে মদ্যপ অবস্থায় হুল্লোড়, মাথায় ঘুষির চোটে মৃত্যু যুবকের
ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় গাজ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।