'ভ্যালেন্টাইন্স ডে'-তে গরুকে আলিঙ্গন করুন বা জড়িয়ে ধরুন । তবেই, মানসিক সমৃদ্ধি আসবে, সুখ বৃদ্ধি হবে । বিজ্ঞপ্তি জারি করে ভারতবাসীর কাছে এমনই আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা পশু কল্যাণ পরিষদ । ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine's Day) দিন প্রেমদিবস পালন করেন যুগলরা । এই বিশেষ দিনে এমন আর্জি শুনে অনেকেই প্রথমে চমকে যাবেন ঠিকই । আসলে, সংস্থার তরফে ভ্যালেন্টাইন্স ডে-এর দিনটা ‘গো-আলিঙ্গন দিবস’ (Cow Hug Day) হিসাবে পালন করার অনুরোধ জানানো হয়েছে ।
পশু কল্যাণ পরিষদ কেন্দ্রের মৎস্য এবং পশুপালন মন্ত্রকের অধীন । কেন্দ্রীয় সংস্থার তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, "গরু হল ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। গরু মায়ের মতো । গরু মানবতাকে সমৃদ্ধ করে।" পশ্চিমি সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্ত হতে বসেছে । এই পরিস্থিতে গরুকে আলিঙ্গন করলে মানসিক সমৃদ্ধি আসবে, এমনই যুক্তি ওই কেন্দ্রীয় সংস্থার ।
আরও পড়ুন, Narendra Modi : সংসদে 'আদানি আদানি' রব বিরোধীদের, কী জবাব দিলেন প্রধানমন্ত্রী ?